Top 5 AI trends in 2024 bangla || AI Journey BD
বছর শেষ হতে চলেছে(2024)। ২০২২ সাল এর পর থেকে বিশ্বে এআই যেভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা সকলেরই চোখে পড়ার মতো। এমনকি আমরা এখন সবাই কম বেশি এআই ব্যবহার করাও শুরু করেছি।
Top 5 AI Trends :
১.Generative AI
সাধারণত এআই বলতে আমরা যা বুঝি তা হলো generative AI. আসলে এআই অনেক ধরনের হয়। (পরে এইটা নিয়ে আলোচনা করা হবে।) যার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে এআই এর সাথে পরিচিত তা হলো Generative AI. ChatGPT আসার পর থেকে এআই রাজত্ত্বে রাজ করে চলেছে Genrative AI.
এই ChatGPT পাশাপাশি আরও কিছু এআই আসে বাজারে যার মধ্যে Image genrator and video generator এআই গুলো বেশি জনপ্রিয় হয়ে উঠে।
২. AI for Workplace productivity
অনেকেই ধারণা করে থাকে যে এআই আমাদেরকে রিপ্লেস করে দিবে। কিন্তু বিশালভাবে না হলেও কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্য। কিন্তু বিপরীত ক্ষেত্রে এআই আমাদের যে পরিমাণ প্রোডাক্টিভিটি হতে শিখাই অন্য ক্ষেত্রে তা অসাধ্যই বটে।
এআই প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের নিজেদের কর্ম ক্ষেত্রের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। এবং কিছু ক্ষেত্রে অটোমেশনের মাধ্যমে সময় সাপেক্ষও করতে পারি। তাই ভয় না পেয়ে এ আই এর সাথে চলা গুরুত্বপূর্ণ।
৩. Multimodal AI
মালটিমোডাল এআই হচ্চে এমন এক ধরনের এআই যেটি এক সাথে অনেক ধরনের ডাটা যেমন টেক্সট, অডিও, ভিডিও, পিডিএফ, ছবি ইত্যাদি প্রসেস করতে পারে। এবং এর মাধ্যমে একটা নির্ভূল সমাধান পাওয়া যায়।
বর্তমান সময়ে ChatGPT-4 হলো মাল্টিমোডাল এআই। ChatGPT-4 ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি এখন একসাথে প্রসেস করতে পারে। আরও বড় উদাহরণ হচ্চে আই ফোনের ক্যামেরাই ব্যবহৃত এআই। এটি এখন ছবিতে কোন ধরণের বস্তুর উপস্থিতি রয়েছে তা নির্ধারণ করতে পারে।
৪. AI in Science and Healthcare
অনেক আগে থেকেই স্বাস্থ্য এবং বিজ্ঞানে এআই ব্যহার হয়ে আসছে। এআই এর ডেটা প্রক্রিয়াকরণ দ্রুত বলে খুবই সহজে চিকিৎসা শাস্ত্রে এআই ব্যবহার করে নতুন রোগ নির্নয়, রোগের সমস্যার সমাধান, রোগির স্বাস্থ্য পর্যালোচনা ইত্যাদি করা হচ্ছে। একই সাথে চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞান এআই ব্যবহার করে বিশাল পরিমান ডাটা প্রসেসিং করতে পারে খুবই অল্প সময়ে। কিছু ব্যব্যবহার:
- জীন বিশ্লেষণে AI রোগের জিনগত কারণ খুজে বের করতে সাহায্য করে।
- নাসা AI ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মহাকাশের নতুন গ্রহ এবং তারকা সনাক্ত করে।
- জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগ এর পূর্বাভাস দিতে সাহায্য করে ।
৫. Regulation and Ethics
এআই এর বিশ্ব বিস্তারের কারণে এর প্রভাব যেমন ভালোদিকেও আছে ঠিক তেমনি খারাপ দিকেও আছে। আজকাল গুগুলের অনেক কন্টেন্ট এখন এআই এর মাধ্যম্যে তৈরি করা হচ্ছে। ফলে এআই এর সাথে মানুষের তৈরি করা কন্টেন্টের কোনো মিল পাওয়া যাচ্ছে না। তবে এআই যা লিখে তা মানুষের ইমোশন নিয়ে লিখতে পারে না। ফলে ঐ লিখাটি মানুষের কাছে জনপ্রিয়তা হারাই। তাই গুগুল এআই লিখা শনাক্ত করতে এক ধরনের এআই ব্যবহার করে। যেটি ঐ ধরণের লিখা শনাক্ত করতে পারে। ফলে সার্চ রেজাল্ট থেকে ঐ লিখা তার রেংর্কিং হারাই।
ChatGPT অন্যান্য ওয়েবসাইট থেকে তথ্য আনে বলে তার কম্পানি openAI এর বিরুদ্ধে অন্যান্য কোম্পানি মামলা করেছে।
Inspired By Coursera.org