SearchGPT কি? SearchGPT openai || AI Journey BD

 

searchGPT

ভূমিকা

ইন্টারনেট দুনিয়ায় কোনো কিছু জানতে হলে আমাদেরকে গুগুলে বা কোনো সার্চ ইন্জিনে গিয়ে রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়। এরপর ঐ কিওয়ার্ড রিলেটেড ওয়েবগুলো লিংক লিস্ট সার্চ ইন্জিন আমাদের সাজেস্ট করে। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি অথবা কিওয়ার্ড রিলেটেড উত্তরটি অনেক সময় খুজে পাই আবার পাওয়াও যায় না।যে কাজটা অনেকটা বিরক্তিকর এবং সময়সাপেক্ষ।  এই জামেলা থেকে আমাদের মুক্তি দিতে পারে OpenAI SearchGPT.

SearchGPT  কি?

searchGPT হচ্ছে একটি GPT based advanced search tool যেটি OpenAI ডেভেলপ করেছে।প্রচলিত সার্চ ইন্জিন এ আমরা কোনো কিছু সার্চ করলে সেটি রিলেটেড ওয়েবসাইট আসে। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটি খুজে পাই। কিন্তু বিপরীতে searchGPT এর ক্ষেত্রে আমরা কোনো কিছু সার্চ করলে এটি আমাদেরকে ডিরেক্টলি উত্তর দিবে এবং সেই রিলেটেড সোর্সগুলোর লিংকও দিয়ে দিবে। একই সাথে এটি এমনভাবে উত্তর দিবে যেন কোনো জ্ঞানী ব্যাক্তি আপনার সাথে কথা বলতেছে।chatGPT থেকে searchGPT ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এটি আপ টু ডেট থাকে। মানে এটি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয় বা টপিকগুলোর সম্পর্কেও তথ্য সংগ্রহে রাখে। SearchGPT এর লক্ষ্য হচ্ছে কোনো কিছু খুব দ্রুত, সহজে এবং আরও ইন্টারঅ্যাক্টিভ ভাবে খুজে পেতে সাহায্য করা।

SearchGPT এর বৈশিষ্ট্য 

প্রচলিত সার্চ ইন্জিন থেকে searchGPT ভিন্ন হওয়ার কারণ হচ্ছে :

  • Direct Answer: যেখানে অন্যান্য সার্চ ইন্জিন রিলেভ্যান্ট কিওয়ার্ড সম্পর্কিত অনেকগুলো লিংকের লিস্ট দেয় সেখানে  searchGPT সরাসরি উত্তর প্রদান করে থাকে।

  • Relevants sources: searchGPT যে ওয়েবসাইটগুলো থেকে answer সংগ্রহ করবে সে ওয়েবসাইটগুলোর লিংকও দিয়ে দিবে। এতে করে সহজেই searchGPT এর দেওয়া answer এর সত্যতা যাচাই করা যায়।

  • Conversational Search: প্রচলিত সার্চ ইন্জিন গুলো আমাদেরকে ইন্টারএক্টিভভাবে কোনো কিছু খুজে পেতে সাহায্য করে না বিপরীতে searchGPT আমাদেরকে ইন্টারএক্টিভভাবে সার্চ করতে সাহায্য করে।এমনভাবে উত্তরগুলো দেয় যেন কোনো জ্ঞানী ব্যাক্তি আপনার সাথে বলছে এমন মনে হবে।

কেন আপনি  searchGPT ব্যবহার করবেন

একজন মানুষের সময়ের অনেক মূল্য আছে। কিন্তু সার্চ ইন্জিনে সার্চ করে কিছু খুজে বের করতে আমাদের সময় অনেক নষ্ট হয় আবার অনেক সময় অনেক খুজাখুজির পাওয়াও যায় না। কিন্তু বিপরীতে searchGPT আমাদের যেসব সুবিধা দেয় তা হলো:

  1. খুবই দ্রুত কাঙ্ক্ষিত উত্তরটি পেতে।
  2. কম সময়ে কাঙ্ক্ষিত ওয়েবসাইটি খুজে পেতে।
  3. ইন্টারঅ্যাকটিভভাবে অনুসন্ধানি এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য। 

মোট কথা! সময় বাচাতে আমাদের উচিত searchGPT ব্যবহার করা।

searchGPT

searchGPT কি  Google এর প্রতিযোগি?

এর ডিরেক্ট উত্তর হচ্ছে হ্যা! গুগুল এই বিষয়ে উদ্বিগ্ন এবং একই সাথে তারাও Gemini নিয়ে আসছে যেন searchGPT গুগুলকে পিছনে না ফেলতে পারে।Geminiও এখন searchGPT এর মতো ডিরেক্ট উত্তর দিতে শুরু করেছে.

SearchGPT Free or Paid

প্রথম দিকে free ছিল কিন্তু বর্তমানে searchGPT openai এর chatGPT plus সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারতেছে। এক কথাই paid।  বিপরীতে Gemini সকলের জন্য Free.

উপসংহার

সর্বোপরি searchGPT হচ্ছে এক ধরনের সার্চ টুল যেটি আমাদের খুবই দ্রুত,কম সময়ে এবং আরও ইন্টারঅ্যাক্টিভভাবে কোনো কিছু খুজে পেতে সাহায্য করে।এটি openai তৈরি করেছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url